
এ বি এন এ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, এক বছর আগে যখন সবুজ ঢাকার এ চিন্তা করা হয় তখন ভয় ছিল, এটা করা সম্ভব কি না। কিন্তু এখন মনে হচ্ছে, এটা বাস্তবায়ন করা সম্ভব। উত্তরার অভিজ্ঞতা আমাদের সাহস দিচ্ছে সামনে যাওয়ার। আগামী ৩-৪ বছরের মধ্যে সবুজ ঢাকা গড়ে তুলতে পারব।
বৃহস্পতিবার উত্তরা কমিউনিটি সেন্টারে বৃক্ষরোপণ নিয়ে জনসচেতনতা তৈরি বিষয়ক এক কর্মশালায় ৩-৪ বছরর মধ্যে সবুজ ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন মেয়র। উত্তরার বিভিন্ন এলাকায় বিনামূল্যে গাছ রোপণ করা হবে জানিয়ে তিনি বলেন, সবার বাড়িতে কিভাবে গাছ দেয়া যায়, আমরা তা ভেবে দেখছি। প্রয়োজনে বেসরকারি অর্থায়নে আমরা সব বাড়িতে গাছ লাগাব।
‘সবুজ ঢাকা’ গড়ার পাইলট প্রকল্প হিসেবে গত ২ মে উত্তরা এলাকায় ২৯ হাজার গাছ লাগানোর কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৮ হাজার ৭৪৪টি গাছ লাগানো শেষ হয়েছে। এ মাসেই বাকি গাছ লাগানো শেষ হবে বলে কর্মশালায় জানানো হয়।
Share this content: