খেলাধুলা

অলিম্পিকে বাংলাদেশের কোর্ট পিনের কদর

এ বি এন এ : বাংলাদেশের পতাকা সংবলিত কোর্ট পিনের কদর বেশি ব্রাজিলের অলিম্পিকে। স্টেডিয়ামে প্রবেশের মুখে রাস্তার পাশে বিভিন্ন দেশের পতাকা ও ঐসব দেশের অলিম্পিকের লোগোসহ কোর্ট পিনের পসরা সাজিয়ে বসেছেন বিনিময়কর্মীরা।
তাদের কাছে বিভিন্ন দেশের অলিম্পিকে কোর্ট পিন পাওয়া যায়। সেখানে নিজ দেশ বা অন্য দেশের কোর্ট পিন দিয়ে নিজের পছন্দের মত কোর্ট নিচ্ছেন অলিম্পিক কভার করতে আসা সাংবাদিকরা, আয়োজক কর্মীরা ও আরও অনেকে। সেখানে বাংলাদেশের পতাকা সম্বলিত কোর্ট পিনের কদরটা বেশি।
যখনই বাংলাদেশের পতাকা সংবলিত কোর্ট পিন বিনিময় করার জন্য বিনিময় কর্মীদের কাছে দেখা হচ্ছে, তখনই তারা উচ্ছাসের সাথে জিজ্ঞাসা করছেন, এটিই তো বাংলাদেশের পতাকা। তুমি এটি দিয়ে অন্য দেশ নিতে পারো, কোন সমস্যা নেই।
শুধুমাত্র একজন বিনিময় কর্মী নয়, সাত-আটজনের দলের বিনিময় কর্মী। এর মধ্যে ব্রাজিলের একজন বিনিময় কর্মী বলেন, বাংলাদেশের পতাকা সংবলিত কোর্ট পিন অন্য কাউকে আমরা দেই না। এটি আমাদের কাছেই রেখে দেয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের কোর্ট পিন পেলেই আমাদের ব্যাগে রেখে দিই। যাতে অন্য কেউ বিনিময় করতে না পারে।

Share this content:

Related Articles

Back to top button