সারাদেশে এক দামে ব্রডব্যান্ড ইন্টারনেট: নতুন নির্দেশনায় বড় পরিবর্তন
একই দামে ৫, ১০ ও ২০ এমবিপিএস ইন্টারনেট সেবা চালু হচ্ছে দেশের সব অঞ্চলে; বিটিআরসির নির্দেশনায় পরিষ্কার হলো আইএসপিদের করণীয়।


এবিএনএ:
বাংলাদেশের প্রতিটি গ্রাহক এখন থেকে দেশের যেকোনো স্থানেই একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাবেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি একটি নির্দেশনার মাধ্যমে সকল সরকারি ও বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে (আইএসপি) দেশের সব স্তরে সমান ট্যারিফে সেবা প্রদানের নির্দেশ দিয়েছে।
নতুন এই নির্ধারিত ট্যারিফ অনুযায়ী, ১:৮ কনটেনশন রেশিওর ভিত্তিতে ৫ এমবিপিএস ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ টাকা এবং ২০ এমবিপিএস ১,১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মহানগর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই দাম একইভাবে কার্যকর হবে।
বিটিআরসি জানায়, ইন্টারনেট সেবার মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত ট্যারিফটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে সরকার অনুমোদন করেছে এবং এটি ২০২৫ সালের ১ জুলাই থেকে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর হবে।
📌 ট্যারিফের গুরুত্বপূর্ণ শর্ত:
-
সকল আইএসপি প্রতিষ্ঠানকে এই নির্ধারিত ট্যারিফ মেনে চলতে হবে।
-
গ্রাহকের যদি ৫ দিন টানা ইন্টারনেট না থাকে, তাহলে মাসিক বিলের ৫০%, ১০ দিন না থাকলে ২৫% ফেরত দিতে হবে এবং ১৫ দিনের বেশি না থাকলে সেই মাসে কোনো বিল নেয়া যাবে না।
-
সব সেবা “এ”, “বি”, “সি” গ্রেডে ভাগ করা হবে এবং সেবার মান বজায় রাখতে হবে।
-
অনুমোদিত ট্যারিফ ছাড়া অন্য কোনো সেবা বা প্যাকেজ চালু করা যাবে না; করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-
গ্রাহকের অভিযোগ (টিকিট নাম্বারসহ) দ্রুত সমাধান করতে হবে এবং অভিযোগ সংক্রান্ত রেকর্ড অন্তত ছয় মাস সংরক্ষণ করতে হবে।
-
প্রতিটি আইএসপিকে তাদের ওয়েবসাইটে ট্যারিফ তালিকা প্রকাশ করতে হবে।
এ নির্দেশনার ফলে দেশের সব জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবায় সমতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকের স্বার্থ ও ন্যায্যতার দিক বিবেচনা করেই বিটিআরসি এ পদক্ষেপ নিয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।