জাতীয়বাংলাদেশলিড নিউজ

দুর্গাপূজায় সারা দেশে থাকবে র‌্যাবের নজরদারি

এবিএনএ : সব ধরনের হুমকি মাথায় রেখে ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করে এবার শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

আজ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানী মাঠে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাবের প্রাপ্ত তথ্যমতে সারা দেশে ৩০ হাজার ৭৭টি মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হবে। এ উৎসব যাতে শান্তি ও নির্বিঘ্নে উদযাপিত হয় সে জন্য সাদা পোশাকে র‌্যাব সদস্যরা সারা দেশে নজরদারি করবে।

Share this content:

Related Articles

Back to top button