এ বি এন এ : সুইফট ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির হওয়ার ঝুঁকির শঙ্কা আগেই প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
কিন্তু ফেডারেল ব্যাংক অফ নিউ ইয়র্ক ওই ঝুঁকির বিষয়টি জানার পরও বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সুইফটের নিরাপত্তাকে সেভাবে গুরুত্ব দেয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ফেডারেল রিজার্ভের এক কর্মকর্তা এবিএনএ বলেন, কেন্দ্রীয় ব্যংকগুলোর দুর্বল সাইবার নিরাপত্তা সম্পর্কে অবগত থাকলেও এমন চুরির সম্ভাবনাকে গুরুত্ব দেয়নি ফেড কর্তৃপক্ষ।
সুইফট ব্যবহার করে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইন ও শ্রীলঙ্কায় সরানোর ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। সুইফটের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে অর্থ পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যংক থেকে ফেডারেল রিজার্ভের কাছে অনুরোধ পাঠানো যায়।