এবিএনএ : সামনে রেখে দেশে এবং প্রবাসে আওয়ামীলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন জাতিসংঘে বাংলাদেশের স্হায়ী প্রতিনিধি ড. মাসুদ বিন মোমেন। তিনি বলেন, আপনারা যদি এক থাকেন তাহলে আপনাদের বিরোধ মেটাতে কেন্দ্রীয় নেতাদের ব্যস্ত থাকতে হবেনা। তারা নির্বাচনী কাজে সময় দিতে পারবেন। তাহলে জাতির জনকের কন্যার নেতৃত্বে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে। আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামীলীগের ক্ষমতায় আসা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে এ প্রজন্ম দুরে সরে যাচ্ছে। তাদের মাঝে তা ছড়িয়ে দিতে হবে। । তিনি আজ ২৬ মার্চ রোববার রাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাস্ট্র আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন। নিউইয়র্কের কুইন্স প্যালেসে যুক্তরাস্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। তাকে সহায়তা করেন সাংগঠনিক সস্পাদক ফারুক আহমেদ, আব্দুল হাসিব মামুন, যুগ্ম সম্পাদক আইরিন পারভীন। সভায় বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, মাহাবুবুর রহমান, সামসুদ্দীন আজাদ, লুৎফর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকি,উপদেষ্টা মাসুদুল হাসান, ড. প্রদীপ কর.কৃষি বিষক সম্পাদক আশরাফুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী, অর্থ সম্পাদক মো.আবুল মনসুর খান, উপ–প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, শিল্প ও বাণিজ্য ফরিদ আলম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেয়মান আলী, স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন আজমল। এতে সকল অঙ্গসংঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
Share this content: