এবিএনএ: সেরা সুন্দরী কে হচ্ছেন তা শোনার জন্য প্রস্তুত সবাই। মঞ্চে প্রতিযোগীরা হাত ধরে রয়েছেন একে অপরের । কিছুক্ষণ পরই ঘোষণা আসবে কে হবেন মিস প্যারাগুয়ে। নাম ঘোষণার আগে হলভর্তি দর্শকদের মাঝে নিরবতা। হুট করে সেরা সুন্দরীর নাম ঘোষণা করলেন উপস্থাপক। কিন্তু সেরা সুন্দরীর মুকুট বিজয়ে হিসেবে নিজের নাম শুনে খুশিতে মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেললেন নতুন মিস প্যারাগুয়ে ক্লারা সসা। ঘটনা ঘটেছে এবারের মিস প্যারাগুয়ে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে। সেরা সুন্দরী মঞ্চে অজ্ঞান হওয়ার ভিডিও এখন নেট দুনিয়ার ভাইরাল। ভিডিওতে দেখা যায়, ফাইনালে পুরস্কার ঘোষণার আগের মুহূর্তে রানার্স আপ মীনাক্ষী চৌধুরীর হাত ধরে ছিলেন ক্লারা সসা। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বোধ করেন সসা। কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকি মীনাক্ষীও তাকে আটকে রাখতে পারেননি। তবে কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তিনি হাসেন এবং সবার অভিবাদন গ্রহণ করেন। ক্লারা সসা ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জেতেন।