বিনোদন ডেস্ক : দ্রুত গতিতেই এগিয়ে চলেছে বলিউডের ‘রেস থ্রি’ সিনেমার শুটিং। সালমান খান অভিনীত এ সিনেমার শুটিং সম্প্রতি কাশ্মিরে অনুষ্ঠিত হয়েছে। এরপর ভারতের লাদাখে সিনেমাটির শুটিং হবে। তাই সালমান খান-জ্যাকলিন ফার্নান্দেজসহ পুরো শুটিং ইউনিট লাদাখের উদ্দেশ্যে রওনা হয়।
তবে লাদাখের উদ্দেশ্যে সালমান-জ্যাকলিন একটি মোটর সাইকেলে যাত্রা শুরু করেন। তারই একটি ভিডিও প্রকাশ করেছেন সালমান খানের দেহরক্ষী শেরা। এতে দেখা যায়, দুই পাশই পাহাড় বেষ্টিত। মাঝ দিয়ে বয়ে গেছে রাস্তা। এই পথ ধরেই ছুটে চলেছে কয়েকটি মোটর সাইকেল ও কয়েকটি গাড়ি। সামনের সারিতে মোটর সাইকেল। আর এ সারিতে বাইক চালাতে দেখা যায় সালমান খানকে। আর তার পেছনে বসে ভিডিও ধারণ করছেন হাস্যজ্জ্বল জ্যাকলিন।
‘রেস-থ্রি’ সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডিসুজা। সিনেমাটি প্রযোজনা করছেন রমেশ তাওরানি। সালমান ছাড়াও এতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, অনিল কাপুর, ডেইজি শাহ প্রমুখ। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।