এবিএনএ : ভুয়া সুইসাইড বেল্টের ভয় দেখিয়ে মিশরীয় বিমান ছিনতাইকারীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে তিউনিসিয়ার আদালত। মঙ্গলবার আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী ইজিপ্ট এয়ারের একটি বিমান ছিনতাই করে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করেন সেইফ এলদিন মুস্তফা।
মুস্তফার বিরুদ্ধে বিমান ছিনতাই, অপহরণ ও ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হতে পারে। বিমানবন্দর থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান তিনি। সাইপ্রাসের কর্মকর্তারা তাকে ‘মানসিকভাবে ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে বলেছে, ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই।
বিমান থেকে হাত তুলে বের হয়ে এসে পুলিশের কাছে মুস্তফা আত্মসমর্পণ করলে ছয় ঘণ্টার ছিনতাই নাটকের অবসান হয়। এসময় বিমানে থাকা সবাই নিরাপদে বেরিয়ে আসেন।
তার আগে সাইপ্রাসের স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানবন্দরে একজন নারীকে তার গ্রামের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। ওই নারীর সঙ্গে এক শিশুও ছিল। ধারনা করা হচ্ছে ছিনতাইকারী তার সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে এই নাটক মঞ্চস্থ করেন।
Share this content: