,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

শাল্লায় ত্রাণ বিতরণকালে প্রধানমন্ত্রী ‘হাওরাঞ্চলের কোন মানুষ না খেয়ে কষ্ট পাবে না’

এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাহাড়ি ঢলের কারণে আগাম বন্যায় হাওরের বোরো ফসল নষ্ট হয়েছে। তবে সব ধরনের দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি ও পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। হাওরবাসীর দুর্যোগে আমরা সব ধরনের সহায়তা নিয়ে পাশে আছি। আগামী বোরো ফসল তোলার আগ পর্যন্ত যত দিন প্রয়োজন হবে ততদিনই বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে। ইউনিয়ন পর্যায়ে ওএমএস ডিলার নিয়োগ করা হবে। আগামী বোরো মৌসুমে সার-বীজ, সকল কৃষি উপকরণ বিতরণ করা হবে। কৃষকদের জন্য কৃষি ঋণের সূদ অর্ধেক মওকুফ করেছি। ঋণ আদায় স্থগিত করেছি। এনজিও ঋণ আদায় স্থগিত রাখার জন্য চাপ দেওয়া হবে। আমি প্রধানমন্ত্রী থাকি বা না থাকি হাওরবাসীর পাশে আছি পাশে থাকব।’

প্রধানমন্ত্রী আরও বলেন,‘ হাওর ও হাওরবাসীকে বাঁচিয়ে রাখতে হবে। হাওরে যত ধরনের খাদ্য সহায়তা লাগে আমরা তা দেব। হাওরের জীব বৈচিত্র রক্ষা করে সম্ভাবনাময় পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। হাওরে মাছের পোনা ছাড়া হবে। ফসল রক্ষা বাঁধ নির্মাণে কারো বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগাম বন্যা প্রতিরোধ ও হাওরের ফসল রক্ষায় নকল নদী, খাল ও বিল খনন করা হবে। সুনামগঞ্জের শাল্লায় বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত হাওরবাসীদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা সাড়ে ১১ টায় শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেন প্রধানমন্ত্রী। ত্রাণ সামগ্রী হিসাবে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের হাতে ভিজিএফের ৩৮ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা করে তুলে দেন। বিভিন্ন এলাকার ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফের চাল ও নগদ টাকা বিতরণ করা হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, খাদ্যমন্ত্রী মো. অ্যাড. কামরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুুবুল আলম হানিফ, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, নেত্রকোনার সংসদ সদস্য ছবি বিশ্বাস, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি অ্যাড. সামছুন নাহার বেগম শাহানা রব্বানী, আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, কেন্দ্রীয় কৃষক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।

ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীগণ এমপি ড. জয়া সেনগুপ্তাকে সঙ্গে নিয়ে স্পিটবোট করে শাল্লা উপজেলা সদরের বাহাড়া ইউনিয়নের ভাটি যাত্রাপুর গ্রাম পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে হেলিকপ্টার যোগে লো ফাই করে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ঢাকায় ফিরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার কৃষক নৌকা যোগে উপজেলা সদরে জড়ো হয়েছিলেন। তবে অনুষ্ঠানস্থল মাঠে না হওয়ায় এবং ছোট পরিসরে করায় সবাই অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীতে দেখতে না পারেননি।

Share this content:

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor : Khondoker Niaz Ikbal
Executive Editor : Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited