এবিএনএ : ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে দেখতে হাসপাতালে গেছেন স্ত্রী অপু বিশ্বাস। সঙ্গে তাদের সন্তান আবরাম খান জয়ও রয়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন অপু।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন তিনি। এ সময় তার সঙ্গে রয়েছেন চাচাতো ভাই মনির।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শাকিব খান সুস্থ আছেন। বিশেষজ্ঞ ডাক্তাররা তার চেকআপ করেছেন এবং কিছু টেস্ট দিয়েছেন। মূলত খাবারের অনিময়ের জন্য এসিডিটির সমস্যা হয়েছে বলে জানান তারা। এখন শাকিব খান হাসপাতালে বিশ্রামে আছেন।