এবিএনএ : আগামী মাসের ২, ৩, এবং ৪ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রদর্শিত হবে ‘ভোলা তো যায়না তারে’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের ছাত্র রুদ্র আকস্মিক প্রেমে পড়ে ভিন্ন ধর্মের মেয়ে নীলাঞ্জনার।
বিশ্ববিদ্যালয় জীবনের শেষ আবেগ যেন ঝড়ের বেগেই ছুটেই চলে। ধনাঢ্য পরিবারের মেয়ে নীলাঞ্জনার বিয়ে ধনাঢ্য পরিবারের সন্তানের সাথেই হবে এটাই সামাজিক রীতি, আমাদের সমাজের রীতি। নীলাঞ্জনাও কি রুদ্রকে কম ভালোবাসে, নীলাঞ্জনারও কি আবেগ কম? উঁহু। বিশ্ববিদ্যালয় জীবনের শেষ ধাপ পেরোনোর আগেই তাঁরা বিয়ে করে ফেলে। রুদ্র-নীলাঞ্জনা আশ্রয় নেয় খালাতো ভাইয়ের বাসায়। বিয়ের প্রথম দিনই খালাতো ভাইয়ের বাসাতেই দীর্ঘদিন ধরে নাকে রক্ত আসা, বিজয় একাত্তর হলের নিজের রুমে অসুস্থ হয়ে যাওয়া রুদ্র ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় রুদ্রকে-এভাবেই এগিয়ে যায় কাহিনি।
রফিক শিকদারের পরিচালনায় নিরব ও তানহা অভিনীত এই ছবিটি প্রিমিয়ারে বেশ প্রশংসা পায়। কিন্তু চলচ্চিত্র পরিবেশনার কূটকৌশলের কাছে বাধাগ্রস্থ হয়। রফিক শিকদার মনে করেন গল্প নির্ভর এই ছবিটি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের দেখা দরকার। আর এজন্যই এখন সারাদেশের ক্যাম্পাসে ছবিটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের তারিখ চূড়ান্ত হয়েছে। এরপরে ৪, ৬ ও ৭ মে পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে ছবিটি প্রদর্শন করা হবে। এরপরে একে একে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।