এবিএনএ : পুরোটাই লুকিয়ে চুরিয়ে। পুলিশ টের পেলে হাতকড়া পরাবে নিশ্চিত। খোঁজ করলে দেখা যাবে, ভারতের সর্বত্র এমন কাণ্ড ঘটে চলেছে। কিন্তু পাঁচটি জায়গা এর মধ্যেই বেশ নাম করেছে এ বিষয়ে। ভারতীয় গণমাধ্যম এবেলা এমন খবর প্রকাশ করেছে।
১. আগাত্তি আইল্যান্ড বিচ, লাক্ষাদ্বীপ। তাল এবং নারকেল গাছে ভর্তি সমুদ্রতট। শোনা যায়, এই বিচে হামেশাই ন্যুড পার্টির আসর বসে।
২. ওম বিচ, গোকর্ণ। বলা হয়, ভারতে এমন ‘উষ্ণ’ বিচ নাকি দ্বিতীয়টি নেই।
৩. প্যারাডাইস বিচ, গোকর্ণ। এখানে নাকি এক গুপ্ত স্থান রয়েছে। মাঝিমাল্লাদের বিশেষ বখশিস দিতে পারলে সেখানে নিয়ে যান। নগ্নতার আসর বসে সেই গুপ্ত স্থানে।
৪. মারারি বিচ, কেরল। মারারি বিচ-এর প্লাস পয়েন্ট হল এর নির্জনতা। একেবারে শুনশান বছরের বেশিরভাগ সময়ে। নগ্নতার শ্রেষ্ঠ জায়গা?
৫. ওজরান বিচ, গোয়া। ভিড়ে ঠাসা গোয়ার প্রায় সব বিচ। কিন্তু এখানে নাকি বিশেষ লোকজন ধরলে পাওয়া যায় ন্যুড পার্টির সন্ধান।
Share this content: