এবিএনএ : জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে গত ২৬ মার্চ, রবিবার রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নিউ ইয়র্ক এর উডসাইড কুইন্স প্যালেস পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা জাহাঙ্গির হোসেন ভূঁইয়া, ও ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব।এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আবদুল জামিল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক বিপ্লব দেব সাংগঠনিক সম্পাদক শেখ শওকত শিমুল,সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, মহিলা সম্পাদিকা রওশনউদদীন,সদস্য শামসুল ইসলাম শাহজাহান,সাব্বির হোসেন ভূঁইয়া, শহীদ খান, প্রমুখ।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ সংগঠনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অনুরোধ করেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেন।
Share this content: