এবিএনএ : যুক্তরাষ্ট্রে ২০৪০ সালের মধ্যে মুসলমানরা হবে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী। তবে তখনো খ্রিস্টানরা সেখানকার সংখ্যাগরিষ্ঠ অবস্থান ধরে রাখবে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার এক গবেষণায় এ ধরনের ফলাফল দেখিয়েছে।
২০১৭ সালের শেষের দিকের পরিসংখ্যান অনুসারে সেখানে বসবাস করেন তিন দশমিক ৪৫ মিলিয়ন মুসলমান। যা বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার এক দশমিক এক শতাংশ। গবেষণার ফলাফলে বলা হয়, মুসলিম জনসংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সে তুলনায় খ্রিস্টানদের জনসংখ্যা বাড়ছে না। ২০৪০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা আট দশমিক এক মিলিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে তা মোট জনসংখ্যার দুই দশমিক এক শতাংশ হয়ে যাবে। পিউ রিসার্চ সেন্টার বলছে, প্রতিবছর এক লাখ মুসলমানের সংখ্যা যোগ হচ্ছে যুক্তরাষ্ট্রে।
২০১০ সালে খ্রিস্টানদের সংখ্যা ছিল যেখানে এক দশমিক আট, ২০১৫ সালে এসেও তা অপরিবর্তিত ছিল। তবে শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক সাতে উঠে আসে হিন্দুর সংখ্যা। অন্যদিকে মুসলমানের সংখ্যা শূন্য দশমিক নয় শতাংশ থেকে এক দশমিক শূন্যে উঠে যায় ২০১৫ সালেই। বর্তমানে অারো বেড়েছে সেই সংখ্যা। এভাবে বাড়তে থাকলে ২০৫০ সালে দুই দশমিক এক হয়ে যাবে হিসাবটা।