এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা প্রকাশ্যে মানুষ হত্যা করে সরকার পতনে ব্যর্থ হয়েছে তারা এখন গুপ্ত হত্যা চালাচ্ছে, বেছে বেছে মানুষ হত্যা করছে। শনিবার গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না। হত্যাকাণ্ড ও ধ্বংস ছাড়া তারা কিছু পারে না। আর আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছে। দেশের উন্নয়নের জন্য কাজ করছে।
তিনি বলেন, জাতির পিতা দেশের উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে পারেননি। ৭৫-এ তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এরপর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসে। দেশের উন্নয়নের জন্য এরা কোনো কাজ করেনি।
Share this content: