এবিএনএ : মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে কামরুজ্জামান শামীমকে সভাপতি এবং আমজাদ হোসেন (বিপ্লব) কে সাধারণ সম্পাদক করে আংশিক ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) উক্ত কমিটির অনুমোদনদেন কুমিল্লা জেলা ছাত্রলীগ (দক্ষিণ)’র সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন (রুবেল)।
কমিটি ঘোষনায় জেলা ও উপজেলার প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের প্রশংনীয় ভূমিকা রাখে। উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম বলেন, ‘আমাকে দায়িত্ব অর্পিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উপজেলা ছাত্রলীগকে আরো গতিশীল করব ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, ‘মনোহরগঞ্জ উপজেলার ছাত্রলীগের কমিটিতে আমাকে সভাপতি করায় কৃতজ্ঞতা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী লাকসাম-মনোহরগঞ্জের অহংকার জননেতা জনাব তাজুল ইসলাম এমপি মহোদয়ের প্রতি এবং কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে আন্তরিক অভিনন্দন। কমিটি ঘোষনার পর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
Share this content: