,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

ভুয়া ফেসবুক আইডি বন্ধ হবে: তারানা

এবিএনএ : ফেসবুকে ভুয়া নামে খোলা অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি জানান, ইউআরএল পাঠালে ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া আইডি বন্ধ করে দেয়ার আশ্বাস দিয়েছে সরকারকে।

তারানা হালিম বলেন, ‘যতগুলো ফেইক ফেসবুক পেজ আছে এরমধ্যে অনেক পেজ কিন্তু ভিআইপিদের নামে। এগুলো ফেসবুক কর্তৃপক্ষ ইউআরএল পাঠানোর সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। আমরা এটি প্রস্তুতও করেছি এবং ফেসবুক কর্তৃপক্ষের কাছে শিগগিরই পাঠাবো।’

সোমবার বেলা ১১টায় সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। গত ৩০ মার্চ ফেসবুকের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

ফেসবুক কর্তৃপক্ষ জাতীয় সংসদের সকল সদস্যের ফেসবুক পেজ ভেরিফায়েড করে দেবে বলে জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে স্পিকারকে আমরা চিঠি লিখছি, সব সংসদ সদস্যের ফেসবুক পেইজের ইউআরএল আমাদের জানানোর জন্য।’

কিভাবে নির্ধারণ করা হবে ফেইক আইডি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেমন ধরুন, যদি জাতীয় সংসদের সব সদস্যের আসল আইডিগুলো ভেরিফায়েড হয়ে যাবে তখন তাদের নামে যতগুলো আইডি থাকবে সেগুলোই ফেইক হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আর নরমালি আমরা যখন অভিযোগ করি কোনো আইডির ব্যাপারে, তখন তারা মূল আইডির তথ্য চান এবং সে আইডির তথ্য আমরা তাদের দিই। তখন অন্যটিকে ফেইক আইডি হিসেবে ধরা হয়। এভাবে তারা বুঝে নেন এই আইডি ফেইক আইডি।’

গত ৩০ মার্চ ফেসবুকের সঙ্গে হওয়া বৈঠক নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুক সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অঞ্চলের ট্রাস্ট্র অ্যান্ড সেফটি ম্যানেজারের সঙ্গে আলোচনা হয়। সেখানে ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ডিরেক্টর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।’

ফেসবুকে নারীর প্রতি সহিংসতা বন্ধেও ব্যবস্থা

তারানা হালিম বলেন, ‘সব বিষয়েই ওখানে আলোচনা হয়েছে। এবং আমাদের একটি বিষয়ে তারা সম্মত হয়েছে। সেটি হচ্ছে, নারীর প্রতি যে সহিংসতা হয় ফেসবুকে বিভিন্ন পোস্ট বা ভিডিওর মাধ্যমে। এ বিষয়ে ফেসবুক একটি দৃশ্যমান কর্মসূচি গ্রহণ করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে। এটি জনসচেতনতা বৃদ্ধির জন্য।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সেখানে আমাদের একটি প্রস্তাব ছিল। ফেসবুকে পোস্টগুলোতে আপত্তির অনেকগুলো ঘর থাকে, কোনোটিতে বলা হয় এটি মানহানিকর কি না, এরকম। আমরা একটি প্রস্তাব রেখেছিলাম, আমরা চাই যে এ ঘরের মধ্যে একটি ছক যুক্ত হবে আর পোস্টে ভিকটিমকে জিজ্ঞাসা করা হবে, আপনার মানসিক অবস্থা কী।’

তারানা হালিম বলেন, ‘এটি যুক্ত করতে অনুরোধ করেছি এ কারণে, যখন একজন ভিকটিম এটা পূরণ করবে তখন এটা ফেসবুক কর্তৃপক্ষের জন্য বুঝতে সহজ হবে, ওই পোস্টটির কারণে তার মানসিক অবস্থা কেমন এবং সেটি যদি এমন হয়, ভিকটিম বলেন, আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে, তখন সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত সেটি যেন অপসারণ করে।’

এ বিষয়টিতে পোস্ট বা ভিডিও অপসারণ করতে ফেসবুক কর্তৃপক্ষ সম্মত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘ছকটি করার বিষয়ে তারা বলেছেন, তাদের উপরস্থ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন তারা।’

সারা বিশ্বে জঙ্গিবাদ বিষয়ে যেকোনো পোস্ট ফেসবুক কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপসারণ করবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ সদরদপ্তর, এসবি, ডিবি পুলিশ, সিআইডি, র‌্যাব, ডিএমপি, পিবিআই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে তারা তাদের ফোকাল পয়েন্ট প্রেরণ করেন, সে বিষয়ে আলোচনা করেছি। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে ফোকাল পয়েন্টের নামগুলো প্রেরণ করেছে। যা ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমরা পাঠাবো।’

ফোকাল পয়েন্টে যাদের নাম থাকবে তারা ফেসবুক কর্তৃপক্ষের কাছে তদন্ত করার ক্ষেত্রে এবং মামলার ক্ষেত্রে যে তথ্য চাইবেন সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ যথাযথ সহায়তা করবেন বলেও জানান তারানা হালিম।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুকের সঙ্গে এ আলোচনার মাধ্যমে আমাদের যে এজেন্ডাগুলো ছিল তা শতভাগ পূরণের আশ্বাস পেয়েছি। এভাবে যদি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে পারি তাহলে ভবিষ্যতেও অনেক সমস্যা সমাধান করা যাবে।’

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor : Khondoker Niaz Ikbal
Executive Editor : Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited