এবিএনএ : এমন ঘটনা বলিউডে খুব-বেশি দেখা যায় না। একজন বড় তারকা তার ভক্তদের জন্য খুলে দিচ্ছেন বাড়ির দরজা! আপনি যদি ক্যাটরিনা কাইফের অনুরাগী হন, তাহলে এ সুযোগ হয়তো পেতে পারেন আপনি।
ঘটনা খুলে বলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। ক্যাপশনে লিখেছেন, ‘‘খুব শীঘ্রই নতুন জায়গায় যাচ্ছি আমি… যদি আমি ঠিকানা শেয়ার করি আপনারা আমার সঙ্গে দেখা করতে আসবেন…?’
ভারতীয় মিডিয়ার খবর, রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই নতুন বাড়ির খোঁজে রয়েছেন ক্যাটরিনা। এর আগে রণবীরের সঙ্গে লিভ টুগেদার করতেন বলেও খবর প্রকাশিত হয়। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর ঠিকানা বদলের প্রয়োজন হয়েছে।
এবার বেশ বড়সড়ো আকারে অনলাইনে সেই খবর নিজেই দিলেন ক্যাট। বর্তমানে সাবেক বয়ফ্রেন্ড সালমানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’র শুটিং করছেন তিনি। অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ রয়েছে মুক্তির অপেক্ষায়। খবর টাইমস অব ইন্ডিয়া।