এবিএনএ: অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জনপ্রিয় তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। বড়দিন উপলক্ষে গতকাল মঙ্গলবার টনি ডায়েসের লং আইল্যান্ডের বাড়িতে হাজির হয়েছিলেন বাংলাদেশের একঝাঁক তারকা।
বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি আর বাহারি আয়োজনে টনি ও প্রিয়া ডায়েস দম্পতি সুন্দর করে তাদের বাড়িটি সাজিয়েছিলেন। তাদের একমাত্র কন্যা অহনা অতিথিদের অভ্যর্থণা জানান। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই কিছু ছবি পোস্ট করেন টনি ডায়েস। সেখানে দেখা যায়, বড়দিন উপলক্ষে ঘরোয়া আয়োজনে অংশ নেন অভিনেত্রী রিচি সোলায়মান, ইপসিতা শবনম শ্রাবন্তী, তমালিকা কর্মকার, রোমানা, মিলা হোসেন, করভী মিজান, কুমকুম হাসান, খায়রুল ইসলাম পাখি, নওশীন, আদনান ফারুক হিল্লোল, সাদিয়া খন্দকার, মডেল চৈতীসহ অনেকে।
উল্লেখ্য, টনি ডায়েস ও প্রিয়া ডায়েস দম্পতির একমাত্র মেয়ে অহনাকে নিয়ে ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছেন টনি।