এবিএনএ: দীর্ঘ প্রতীক্ষার পর ক’দিন আগেই মুক্তি পেয়েছে জেমস ক্যামেরন নির্মিত হলিউড সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র ১২ দিনে সিনেমাটি আয় করেছে ১ বিলিয়ন ডলার! যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ২৭০ কোটি টাকারও বেশি!
গত ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে কাঙ্ক্ষিত এই সিনেমাটি। গত মঙ্গলবার পর্যন্ত সিনেমাটির বৈশ্বিক আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তথ্যটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মার্কিন লেখক ও সাংবাদিক এরিক ডেভিস।
তিনি জানান, ‘অ্যাভাটার টু’ অফিসিয়ালি এক বিলিয়নের ক্লাবে প্রবেশ করেছে। এর মধ্যে ৩০০ মিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বাকি ৭০০ মিলিয়ন ডলার আয় হয়েছে বিশ্বের অন্যান্য দেশ থেকে। দুই সপ্তাহের কম সময়ে ‘অ্যাভাটার টু’ ছাড়িয়ে গেছে ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার’ (৮০০ মিলিয়ন ডলার), ‘দ্য ব্যাটম্যান’ (৭৭০ মিলিয়ন ডলার), ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ (৭৬০ মিলিয়ন ডলার) সিনেমাগুলোর বৈশ্বিক আয়কে। যে হারে সিনেমাটির আয় বেড়ে চলেছে, তাতে নতুন এক মাইলফলক তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দর্শকদেরও সিনেমাটি দেখার সুযোগ করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স। সিনেমাটিতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জো সালদানা, স্টিফেন ল্যাংক, সিগার্নি ওয়েভার, কেট উইন্সলেট প্রমুখ।