এবিএনএ : বাগেরহাটে বিনামূল্যে আড়াই হাজার রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে। বুধবার সকালে (১২ ফেব্রুয়ারী) বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে বিনামূল্যে ঔষধ সরবরাহ, চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষাসহ সাধারণ স্বাস্থ্য সেবার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব বাগেরহাট ইউনিক ডাউন ডিস্ট্রিক ৩১৫বি৩,বাগেরহাট। বিভিন্ন রোগে আক্রান্ত আড়াই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা থেকে আগত ৬ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বাগেরহাট ইউনিক ডাউন ডিস্ট্রিক ৩১৫বি৩,বাগেরহাটের প্রেসিডেন্ট সুমনা ইয়াসমিন জনা ,সাধারন সম্পাদক একরামুল কবির,অধ্যাপক পারিজাত কুমার পাল,সরদার নাসির উদ্দিন,ডাঃ সংগ্রাম কান্তি কুন্ডু,কল্লোল সরকার ,আব্দুল্লাহ আল ইমরান,মিথুন চক্রবর্তী,সুবর্না
মল্লিক,হেনা চৌধূরী,লূৎফুর নাহার লুৎফাসহ লায়ন্স ও লিও র বিভিন্ন সদস্য বৃন্দ। । প্রেসিডেন্ট সুমনা ইয়াসমিন জনা বলেন, সেবার ব্রত নিয়ে কাজ করছে আমাদের লায়ন্স ক্লাবের সদস্যরা। গ্রামের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আমাদের এ আয়োজন। চিকিৎসা সেবা গ্রহণ শেষে রোগীরা সন্তষ্টি প্রকাশ করেন এবং এ সেবা আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
Share this content: