এবিএনএ : সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান আর শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর যে খুব তাড়াতাড়ি বলিউড পর্দায় আসতে চলেছেন, তা আগেই জেনেছেন সিনেপ্রেমীরা। তাদের ডেবিউ ফিল্মের শুটিংও শুরু হয়ে গেছে। সারাদের পথে হেঁটে এ বার কি তা হলে পরবর্তী বলি তারকা হতে চলেছেন অজয়-কাজলের একমাত্র কন্যা নায়সা? সম্প্রতি অজয় দেবগণের একটি সাক্ষাৎকার এই প্রশ্নই সামনে এনে দিয়েছে।হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় দেবগণকে তার মেয়ে নাইসার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে অজয় বলেন, এই মুহূর্তে বলিউডে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই নেই নাইসার। ওর উপরে কোনও চাপও নেই। ওর যা ইচ্ছা হবে সেই ক্যারিয়ারই বেছে নেবে। আর তা অজয় জানান, নাইসা বর্তমানে সিঙ্গাপুরের ইউনাইটেড কলেজ অব সাউথইস্ট এশিয়া বিজনেস স্কুলে পড়ছে। সে এখন পড়াশোনাতে ব্যস্ত।