বাংলাদেশরাজনীতিলিড নিউজ

দল-মত নির্বিশেষে রাস্তায় নামতে হবে: ফখরুল

এবিএনএ: বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটাই হচ্ছে একমাত্র পথ। আমাদের মধ্যে অনেকেই হতাশার কথা বলেন। হতাশাই শেষ কথা নয়, মনে রাখতে হবে, অন্ধকারের পরেই আসবে নতুন ভোর।’

রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরাম এ সেমিনারের আয়োজন করে। সরকারের এমপি-মন্ত্রীদের সন্ত্রাসের রোল মডেল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের এমপি-মন্ত্রী-নেতারা শুধু গলা উঁচিয়ে বলে বেড়াচ্ছেন, উন্নয়নের রোল মডেল চলছে। এখন যেটা দাঁড়িয়েছে, তারা এখন সন্ত্রাসের রোল মডেল। তারা আজকে নারী ধর্ষণের রোল মডেল, তারা দূর্নীতির রোল মডেল। তারা আজ হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে।’ এদেশে কেউ এখন নিরাপদ নয়- উল্লেখ করে তিনি বলেন, যারা একটু শারীরিকভাবে দুর্বল তারা বেশি অনিরাপদ। দু মাসের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধা অথবা তরুণ-যুবক, বাবা, ভাই, কেউ কিন্তু এখানে নিরাপদ না। বাংলাদেশ আসলে এখন একটি সন্ত্রাসের জনপদে পরিনত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি বেগম সেলিমা রহমান। সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, প্রফেসর দিলারা চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button