এবিএনএ : অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। জোড় লাগিয়েই শব্দটা হয়েছিল ‘ব্র্যাঞ্জেলিনা’। এখন দুজনার দুটি পথ দুদিকে। বেশ কিছু দিন ধরে আলাদা থাকছেন হলিউডের এই দুই তারকা। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে আলাদা থাকলেও ছয় সন্তানের সুবাদে কাছাকাছি চলে আসা হয়। ছয় সন্তানই থাকছে জোলির কাছে। পিটও সন্তানদের সময় দিচ্ছেন।
পিট ভুলতে পারছেন না জোলিকে। জোলিও নাকি পিটকে আগের মতো ভালোবাসেন। তাই কয়েক মাসে বিচ্ছেদ প্রক্রিয়া এগিয়ে নিতে কিছুই করেননি।
জোলির এক বন্ধু জানান, যদি পিট ভালো বাবা হয়ে ওঠার প্রতিশ্রুতিতে অটল থাকেন, জোলিকে ফিরে পেতে পারেন।
আর এ কারণেই ধারণা করা হচ্ছে, বিচ্ছেদটা না–ও হতে পারে। একই ছাদের নিচে থাকতে পারেন ব্র্যাঞ্জেলিনার।