এ বি এন এ : রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ দুই জঙ্গী সদস্য নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহতরা হলেন- সুলতান মাহমুদ ও তারিক হাসান মিলু। তারা জেএমবি সদস্য।
পল্লবী থানার ওসি জানান, আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে পল্লবীর কালশীর লোহারপুল ব্রিজের কাছে ডিবি পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদের বয়স আনুমানিক ২৫-৩০ বছরের মধ্যে।
এদিকে, ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, উত্তরাঞ্চলের জঙ্গি গ্রুপের একটি টিম কালশীতে আত্মগোপন করেছিল। তাদের আটক করতে গিয়ে ডিবি পুলিশের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।