এবিএনএ : শুধু অভিনেত্রী নয়, তিনি একজন সম্পাদিকাও। সম্প্রতি বিখ্যাত মার্কিন অভিনেত্রী বেলা থ্রোনের সম্পাদনায় একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। যেখানে বিভিন্ন কবির কবিতা স্থান পেয়েছে। খুব অল্পদিনের মধ্যেই তা অ্যামাজনে বেস্টসেলারও হয়েছে। তবে বই প্রকাশের পর তিনি শুধু সবার প্রশংসাই পাচ্ছেন না, তাকে হুমকিও দেওয়া হচ্ছে।
ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, বেলা থ্রোন সম্পাদিত বইটির নাম, The Life of a Wannabe Mogul: Mental Disarray। বই প্রকাশের পর যখন সবাই অভিনেত্রীকে সাধুবাদ জানাচ্ছেন, তখন তার অ্যাকাউন্ট হ্যাক করে নগ্নছবি ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। সেইসঙ্গে উড়ে আসছে কুরুচিকর আরও নানা মন্তব্য।
এরপরই নিজের ইন্সটাগ্রামে নগ্ন ছবি দেন বেলা থ্রোন। সেখানে তিনি বলেন, ‘এতদিন আমার থেকে অনেকেই অনেক রকম সুবিধা নিয়েছে। কিন্তু আমি আর কোনো রকম সুবিধা দিতে রাজি নই। সকলেই মানসিক অসুস্থ। আমি এদের চিনতে পেরেছি।’ এরপর তার সম্পাদিত বইটি সবাইকে পড়ার জন্য বারবার অনুরোধ করেছেন মার্কিন অভিনেত্রী। তিনি বলেছেন, ‘বইয়ের দাম মাত্র ১৫ ডলার। প্লিজ, সকলেই কিনে পড়ুন।’