গোয়া, মুম্বাইসহ ভারতের বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে প্রিয়াঙ্কা-নিককে। এমনকী ভারতের খ্যাতনামা ব্যবসায়ী আম্বানীর ছেলের এনগেজমেন্ট অনুষ্ঠানেও হাজির ছিলেন এই জুটি। একসঙ্গে ছুটি কাটিয়ে আবারও যুক্তরাষ্ট্রে ফিরেছেন তারা। ফিরেই হলিউডের সিনেমায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রিয়াঙ্কা। জানা গেছে, এখানকার কাজ শেষ হলে প্রিয়াংকা আবারও ছুটবেন বলিউডে, সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবির শুটিংয়ে অংশ নিতে।