এবিএনএ : বিজ্ঞান যে গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা ছাড়া ডাক্তারদের আর করণীয় কিছুই থাকবে বলে মনে হয় না। কেন? আচ্ছা, যদি ডিভাইসই রোগ ধরে দেয়, তা হলে ডাক্তারদের করণীয় কী-ই বা থাকতে পারে!
ভারতীয় গণমাধ্যম এই সময়ের খবর, আন্তর্জাতিক গবেষকদের একটি দল এমনই একটি ডিভাইস বানিয়েছে, তাদের দাবি অনুযায়ী, এটি শুধু নিঃশ্বাসের গন্ধ শুঁকেই ধরে ফেলবে ১৭টি রোগ।
যার মধ্যে ক্যান্সরার, পারকিনসনের মতো রোগও রয়েছে। পাঁচটি দেশের মোট ৫৬ জন গবেষক রয়েছেন এই দলটিতে। এই ডিভাইসে বিভিন্ন ন্যানো-রশ্মি ব্যবহার করা হয়েছে। সেই রশ্মিই নিঃশ্বাসের গন্ধের রাসায়নিক বিশ্লেষণ করে বলে দিতে পারবে অসুখটি কী।
Share this content: