এবিএনএ : ইংরেজি নববর্ষে দেশব্যাপী উৎযাপনে হামলা পরিকল্পনার অভিযোগে ১৩ জিহাদিকে গ্রেপ্তার করেছে তুর্কি পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল বেলা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সকলেই ইসলামিক স্টেটের সদস্য কিংবা সংগঠনটি দ্বারা অনুপ্রাণিত বলে মনে করছেন তারা। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
সূত্রের ভিত্তিতে পুলিশ খুব সকালে রাজধানী আংকারার বিভিন্ন স্থানে ওই অভিযান পরিচালনা করে। তাদের কাছে পূর্বেই ওই জিহাদিদের অবস্থান ছিলো বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তুর্কি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত প্রত্যেকেই আলাদা স্থানে হামলার পরিকল্পনা করেছিলো। তাদের সঙ্গে সিরিয়ার অভ্যন্তরে সক্রিয় ইসলামিক স্টেটের যোগাযোগ খুঁজে পেয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা বিভিন্ন জিহাদি কর্মকান্ডের ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায় কিভাবে কিশোরদের অস্ত্রের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাদের কাছ থেকে পুলিশ ইসলামিক স্টেটের বেশ কিছু নথিপত্রও জব্দ করেছে। এখনো অভিযান চলছে। পুলিশের ধারণা সংগঠনটির আরো জিহাদিরা শহরে অবস্থান করছে। তুরস্ক ইসলামিক স্টেটকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে ২০১৩ সালে। এরপর থেকে দেশটিতে বেশ কয়েকবার হামলা চালায় ইসলামিক স্টেট। এরমধ্যে রয়েছে অন্তত ১০টি আÍঘাতী হামলা, ৪টি সশস্ত্র হামলা ও ৭টি বোমা হামলা। এতে মোট নিহত হয়েছেন ৩১৫ জন। আহত হয়েছেন আরো কয়েকশত।