এবিএনএ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, স্বাধীনতার পরে আমাদের বলা হয়েছিল তলাবিহীন ঝুঁড়ি। সেই তলাবিহীন ঝুঁড়ি এখন বিশ্বের বিস্ময়। বাঙালি জাতি সব থেকে মেধাবী। তারা আজ যেটা ভাবে, অন্যরা ভাবে অনেক পরে। আজ বুধবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্স মাঠে মেট্রোপলিটন পুলিশের ১৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘একটি জাতিসত্তার বিকাশে সময়ের প্রয়োজন হয়। বঙ্গবন্ধু ২৪ বছরের মধ্যে বাঙালি জাতির পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছেন। গত চার হাজার বছরে আমরা আমাদের শাসন করতে পারিনি। বঙ্গবন্ধুর কারণে আমরা আমাদের শাসন করতে পারছি। বঙ্গবন্ধু এই দেশ দিয়েছেন, আর এখন এই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। সঞ্চলনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.রাসেল। অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘ভারত উপমহাদেশে চারটি নোবেল এসেছে। যার তিনটি পেয়েছেন বাঙালিরা। পাকিস্তান কখনও ভাবেনি বাঙালিরা এত এগিয়ে যাবে। কিন্তু পাকিস্তানের তরুণরা আজ দেশ পরিচালনার জন্য বলছে-দুই বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রয়োজন।’
বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশের সব সেক্টরে উন্নয়ন হয়েছে। আমার বাবা ১৩ মাইল হেঁটে স্কুলে যেতেন। এখন গ্রামে গ্রামে স্কুল ও থানায় থানায় সরকারি-বেসরকারি কলেজ রয়েছে। দেশের ৯০ ভাগ গ্রামে এখন বিদ্যুৎ রয়েছে। সব জায়গায় রাস্তা রয়েছে। সারাবিশ্বে এখন বাংলাদেশি রয়েছে।’
বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে আইজিপি আরও বলেন, ‘এই পরিস্থিতি না হলে দেশের উন্নয়ন হয় না, অগ্রগতি হয় না। যেটা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে হচ্ছে। আমরা অর্থনীতির দেশ হিসেবে ১১ থেকে ১৫তম হবো। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে পুলিশিং করতে চাই।’
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কবির উদ্দিন প্রামাণিক, শেখ হাসিনা সেনানিবাসের ভারপ্রাপ্ত জিওসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুজ্জামান খান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, ডিজিএফআইর জিএস কর্নেল এম এ সাদি, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর প্রমুখ। এর আগে সকাল ১১টার দিকে জেলা পুলিশ লাইন্স মাঠে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি।
Share this content: