এবিএনএ : সরকারকে ভোটারবিহীন আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই। জোর করে ক্ষমতায় থাকা এ সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে মানুষ। তাদের কোনো অধিকার নেই। শ্রমিকরা ন্যায্য অধিকার ও পাওনা থেকে বঞ্চিত। এমন প্রেক্ষাপটে মহান মে দিবসের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এ সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে এ যৌথ সভার আয়োজন করা হয়। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।
এসময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, শ্রমিক ও জনগণের হারানো অধিকার ফিরে পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল।
‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’ যোগ করেন তিনি।
শ্রমিক সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আশা করি, ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে সমাবেশকে সফল করবেন। আসুন, সমাবেশকে সফল করার মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।