,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

গৌরীপুরের সংসদ সদস্য মজিবুর রহমান আর নেই

এবিএনএ : ময়মনসিংহের গৌরীপুরের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মজিবুর রহমান ফকিরের বয়স হয়েছিল ৬৯ বছর।

ময়মনসিংহ মেডিকেলের অধ্যাপক ডা. আ ন ম ফজলুল হক পাঠান জানিয়েছেন, গতকাল রাত আড়াইটার দিকে বুকে ব্যথা নিয়ে মজিবুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা হয়।তাকে সিসিইউতে রাখা হয়েছিল। সেখানেই সকালে তিনি মারা যান।

মজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী সাহাবুল আলম জানান, ১ম জানাযার নামজ বাদ জোহর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি ১৯৪৭ সালের ১লা জানুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোজাফফর আলী ফকির এবং মাতার নাম সামসুন্নাহার। স্ত্রীর নাম ডা. নাসিমা আনোয়ার। তিনি ৩ কন্যার জনক।

ময়মনসিংহ জিলা স্কুল থেকে ম্যাট্রিক, আনন্দ মোহন কলেজে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৬৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৯৬৮-৬৯ এর আইয়ুব বিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ৭১ সালে এমবিবিএস ফাইনাল পরীক্ষা বাদ দিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধশেষে তিনি সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগদান করেন। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের সংসদ সদস্য নির্বাচিত হন।

স্ত্রী ও মেয়েসহ বহুগুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে স্বজনদের পাশাপাশি বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীসহ নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited