এবিএনএ : জেলার দিঘলিয়া উপজেলার মণ্ডল জুট মিলে আগুন লেগেছে। বুধবার সোয়া ৯টায় এ আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার পরে ফায়ার সার্ভিসের দিঘলিয়া রিভার ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে খালিশপুর, দৌলতপুর ও খুলনা সদর দপ্তরের আরো ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। তিনি আরো জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। হতাহতের কোনো খবর বা ক্ষয়-ক্ষতির তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি বলে দিঘলিয়া থানার ওসি মো. রবিউল হোসেন জানিয়েছেন।