এবিএনএ : ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন ১৬ বছরের এক কিশোরীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন। অবশ্য তা এক দিনের জন্য ছিল। মূলত মেয়েদের অধিকার নিয়ে প্রচারণার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। বুধবার এক দিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ ফিনল্যান্ডের বাসিন্দা আভা মার্তো। বিচার বিষয়ক চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাতের পর পার্লামেন্টের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয়েছে তাকে।
ওই সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে আভা বলেছেন, এটি ছিল ‘রোমাঞ্চকর দিন।’ তিনি এদিন ‘আইন প্রণয়ন সম্পর্কে কিছু নতুন জিনিস শিখেছেন।’ এক দিনের প্রধানমন্ত্রী আভা বিকেলে জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে এমপি এবং উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, আইনপ্রণেতাদের কাছে তার বার্তা ছিল মেয়েরা ‘কতোটা গুরুত্বপূর্ণ এবং তারা প্রযুক্তির ক্ষেত্রে ছেলেদের মতোই যে সমান পারদর্শী সেটি আরও বেশি করে অনুধাবন করা প্রয়োজন।’ আভা বলেন, ‘আমি মনে করি আরও বেশি সৃষ্টিশীল এবং ভবিষ্যত নিয়ে ভাবনার বিষয়ে তরুণরা বয়স্কদের শিক্ষা দিতে পারে।’