এবিএনএ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আনা স্বাস্থ্যসেবা বিল প্রত্যাহারে পর এবার করনীতি সংস্কারের বিল নিয়ে মাঠে নেমেছে ট্রাম্প প্রশাসন। আসছে জুন-জুলাইয়ে বিলটি কংগ্রেসে তোলা হতে পারে।
রোববার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইনস প্রাইবাস করনীতি সংস্কার করার কথা জানিয়ে বলেন, নতুন বিল পাস করতে বৃহত্তর ঐক্যের মাধ্যমে মধ্যপন্থার ডেমোক্র্যাটদেরও সমর্থন নেওয়া হবে।
এদিকে, তিনি স্বাস্থ্যবিল পাস না হওয়ায় হোয়াইট হাউসের বিদ্রোহী রক্ষণশীল আইনপ্রণেতাদের সাবধান করেছেন। তাদেরকে ট্রাম্পের সঙ্গে থাকতে বলেছেন। অন্যথায় করনীতি সংস্কারসহ ভবিষ্যতে বিল পাসের লড়াইয়ে ট্রাম্প তাদেরকে এড়িয়ে যাবেন।
হাউস ওয়েজ ও মিনস কমিটির চেয়ারম্যান কেভিন ব্রাডি বলেন, তার কমিটি স্বাস্থ্যবিল সংস্কারের মাধ্যমে চাপ সৃষ্টির পাশাপাশি নতুন করনীতি সংস্কার নিয়ে কাজ করছে। রোববার ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমরা কাজ কখনোই থামাইনি।’ তিনি আরো বলেন, ‘আমরা উন্নতির চেষ্টা অব্যাহত রেখেছি।’
কেভিন ব্রাডি জানান, কমিটি জুন-জুলাই মাসে বিলটি কংগ্রেসে উত্থাপনের পরিকল্পনা করছে। ট্রাম্প যেভাবে চাইছেন, করসংস্কার পরিকল্পনা সেভাবেই গ্রহণ করেছে হাউস হাউস কমিটি। এক্ষেত্রে ট্রেজারি ও হোয়াইট হাউসের সঙ্গে সাংঘর্ষিক কিছু করা হচ্ছে না।
এদিকে স্বাস্থ্যবিল বাতিলের পর নতুন করবিল সংস্কারের কারণে উদ্বিগ্ন ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা। প্রেসিডেন্ট ট্রাম্প করনীতি সংস্কারের বিষয়টি বলার পরেই শেয়ারের মূল্য বেড়ে গেছে।
ট্রাম্প ও প্রাইবাস দুজনই প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রবর্তিত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট- ২০১০-এর চরম বিরোধী ছিলেন। বিলটি ওবামাকেয়ার নামে পরিচিত।
প্র্রাইবাস ‘ফক্স নিউজ সানডে’কে বলেন, ‘ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে আমদের রিপাবলিকানদের মতো মধ্যপন্থি ডেমোক্র্যাটদের সঙ্গেও কাজ করতে হবে। যেমন প্রস্তাবতি বাজেট, করনীতি সংস্কার এবং স্বাস্থ্যনীতি নবায়ন। যদি তা প্রেসিডেন্টের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হয় আমরা সেটি সমানে এগিয়ে নেব।’
তবে তিনি আরো জানান, তবে সবার সঙ্গে কথা বলাটা আমাদের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ। আমাদের আগের চেয়ে অনেক বেশি ভেবে কাজ করতে হবে।
এর আগে গত শুক্রবার (২৪ মার্চ) প্রতিনিধি পরিষদে ট্রাম্পের নতুন স্বাস্থ্যবিল রিপাবলিকান আইনপ্রণেতাদের পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় ট্রাম্প নিজে সেটি প্রত্যাহার করে নেন।
কনজারভেটিভ হাউজ ফ্রিডম ককাস ও মধ্যপন্থি, বাম রিপাবলিকানদের সমর্থন পায়নি ট্রাম্পের স্বাস্থ্যবিল। এ ছাড়া কনজারভেটিভ গ্রুপ যেমন ক্লাব অব গ্রোথ ও হেরিটেজ অ্যাকশন ফর আমেরিকা বিলটির সমালোচনা করে আইনপ্রণেতাদের তা প্রত্যাখ্যানের প্রস্তাব দেন।
প্রাইবাস কনজারভেটিভদের এই ভূমিকাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি এ বিষয়ে বলেন, ‘প্রেসিডেন্ট কিছু লোকের ওপর হতাশ হয়েছেন। তিনি তাদের বিশ্বস্ত মনে করতেন। তারা আস্থা ভেঙেছেন।’
প্রাইবাস বলেন, ট্রাম্প তার পরিকল্পনা থেকে পিছু হটবেন না। মধ্যবৃত্তদের কর কমালে মডারেট ডেমোক্র্যাটরা সমর্থন দিতে আগ্রহী হবে।
সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক সুমার ট্রাম্পের স্বাস্থ্য বিলের সমালোচনা করে এবিসি নিউজকে বলেন, ‘তারা ট্রাম্পকেয়ারের মতো কর সংস্কার নিয়ে একই ভুল আবারো করতে যাচ্ছেন।’
রিপাবলিকান আইনপ্রণেতা ও ককাস ফ্রিডমের চেয়ারম্যান মার্ক মিডোস বলেন, তিনি করনীতি সংস্কার নিয়ে আশাবাদী। তাদের গ্রুপ এ বিষয়ে সাহায্য করবে। কর সংস্কার ও কর কমালে এটি আয় বাড়াবে।
Share this content: