এবিএনএ : নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর গালাগাল সহ্য করবেন না বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভার বটতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আবদুল কাদের মির্জা বলেছেন ‘ওবায়দুল কাদের সাহেব আমি রাজাকারের সন্তান নই। আপনি পদ-পদবির জন্য মেনে নিতে পারেন, আমি মেনে নেব না। ওবায়দুল কাদেরকে অনেকবার নোয়াখালীর এমপি একরাম চৌধুরী অপমান করেছে। সে (একরাম চৌধুরী) নিজেই মদ খেয়ে ওবায়দুল কাদেরের গালে গালে জুতা মার তালে তালে স্লোগান দিয়েছে। কেউ প্রতিবাদ করেনি।’
তিনি বলেন, ‘আমার রাজনীতির উৎসাহদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই রত্ন সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল। এরা দুজন দরদ দিয়ে নেত্রীকে সহযোগিতা করেন, দেশকে ভালোবাসেন। তাদেরই অনুপ্রেরণা ও অনুসরণ করি আমি।’
কাদের মির্জা অভিযোগ করে বলেন, ‘সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনায় দুজনকে আটক করা হলেও একজনকে টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। এ হত্যাকাণ্ডকে কেউ কেউ ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটনার মতো জজ মিয়াদেরকে সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডে আটকানোর ষড়যন্ত্র চলছে।’
কাদের মির্জা বলেন, ‘কোম্পানীগঞ্জে আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকলেও একটি পক্ষ প্রশাসনের ছত্রছায়ায় সভা-সমাবেশসহ নানা অপকর্ম করে যাচ্ছে। আমাকে আমার নেত্রী (শেখ হাসিনা) বলেছে, তুমি চুপ থাকো, আমি বিষয়টা দেখছি। এ জন্য আমি কোনো কর্মসূচি দেই নাই। শুধু সোমবার বিকেল থেকে রাতে ঘটে যাওয়া বিষয়গুলো জানানোর জন্য এ সংবাদ সম্মেলন ডেকেছি।‘