এবিএনএ: চলতি সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। তামিল ছবি থেকে বলিউডে এসেও সাফল্য পেয়েছেন তিনি। বর্তমানে বলিউডের একাধিক ছবির কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ছবির শুটিং করতে গিয়ে নগ্ন দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। নাম না ঠিক হওয়া এ ছবিটি প্রযোজনা করছেন একতা কাপুর। অনেকট ভৌতিক গল্প নিয়েই এ ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবির মূল ভূমিকায় দেখা যাবে শ্রুতিকে। এ ছবির একটি দৃশ্যে শুটিং সম্প্রতি গোপনভাবে ধারণ করা হয় মুম্বইয়ের একটি পাঁচতারকা হোটেলে। সেখানে বাথটাবে একটি গানের শুটিং করা হয়েছে। এই গানে বাথটাবে নগ্ন হয়ে একটি দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন শ্রুতি। বিষয়টি গোপন রাখতে চাইলেও সেটি আর থাকেনি। শ্রুতি খোদ সেই বাথটাবে নিজের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সঙ্গে ক্যাপশন জুড়ে দিয়েছেন, এভাবে কেমন লাগছে আমাকে? এ ছবির বিপরীতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই বলেছেন কমল হাসানের মেয়ে হয়ে এমন দৃশ্যে কাজ না করলেও হতো। আবার অনেকে শ্রুতির সাহসিকতার প্রশংসাও করেছেন।