এবিএনএ : মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি আগামী সপ্তাহে ইসরাইল যাচ্ছেন। এরপর তিনি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বক্তৃতা দেবেন। জানা গেছে, এই প্রথমবারের মতো একজন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মানবাধিকার পরিষদে বক্তৃতা দিতে যাচ্ছেন তিনি।
মার্কিন মিশন থেকে বলা হয়েছে, মানবাধিকার পরিষদে ৬ জুনের অধিবেশনে বক্তৃতা করবেন হ্যালি। এসময় তিনি ওই পরিষদে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরবেন।
এর আগে, সাউথ ক্যারোলাইনার সাবেক এই গভর্নর জাতিসংঘের মানবাধিকার সংস্থাটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে বর্ণনা করেন।
এছাড়া আগামী ৭ থেকে ৯ জুন পর্যন্ত ইসরাইল সফরকালে হ্যালি ইসরাইল ও ফিলিস্তিনি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন এবং ওই অঞ্চলের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবেন।
সফরকালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করছেন হ্যালি। তবে বৈঠকগুলো এখনো নিশ্চিত হয়নি।
Share this content: