এ বি এন এ : মার্কিন টেক-জায়ান্ট অ্যাপলকে ১৪৫০ কোটি ডলার (এক লাখ ১৪ হাজার ৬১৬ কোটি টাকা) পরিশোধের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ সদস্য রাষ্ট্র আয়ারল্যান্ড এবং টেক জায়ান্ট অ্যাপলের মধ্যে কর সংক্রান্ত একাধিক চুক্তি বেআইনি ছিল জানিয়ে ইইউ এ নির্দেশ দিয়েছে।
প্রায় তিন বছরের এক দীর্ঘ তদন্ত শেষে ইউরোপিয়ান কমিশন জানিয়েছে, মার্কিন এ কোম্পানির আইরিশ কর সুবিধাসমূহ ছিল বেআইনি।
কমিশন জানায়, আয়ারল্যান্ডে ‘বিশেষ সুবিধা’ নিয়ে অ্যাপল ২০০৩ সালে ইউরোপিয়ান লভ্যাংশে মাত্র ১ শতাংশ কর দেয়, যা ২০১৪ সালে এসে ০.০০৫ শতাংশে নেমে আসে।
আয়ারল্যান্ডে এ কর সুবিধা নিয়ে ইইউ’র একক বাজারে বিক্রি হওয়া সব পণ্যের পুরো লভ্যাংশের প্রায় পুরো করই ফাঁকি দিতে সমর্থ হয় অ্যাপল।
আয়ারল্যান্ড এবং অ্যাপল উভয়ই এই রেকর্ড ক্ষতিপূরণের সঙ্গে দ্বিমত পোষণ করেছে এবং তারা আপিল করবে বলে জানিয়েছে।