এবিএনএ: ১ মার্চ প্রিয়াঙ্কা শুটিং স্পটে মহরতের পর শুরু হলো শাকিব খান প্রযোজিত দ্বিতীয় ছবি ‘পাসওয়ার্ড’-এর শুটিং। প্রথম দিন অংশ নিয়েছেন বুবলী ও ইমন। এদিন একটি দৃশ্যে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন বুবলী। দৌড়ানোর সময় পায়ে বিদ্যুতের তার জড়িয়ে পড়ে যান তিনি। এ সময় ভারী ও বড় একটি লাইটও ছিটকে পড়ে। অল্পের জন্য লাইটটি বুবলীর মাথায় পড়েনি।
বুবলী বলেন, ‘বুঝে উঠতে পারিনি হঠাৎ কী হলো! শটটি খুব ক্লোজ ছিল। ডাইনিংরুম থেকে রান্নাঘরের দিকে দৌড়ে যাব, এ সময় ফ্লোরে রাখা কিছু তার আমার পায়ের সঙ্গে জড়িয়ে যায়। নিজেকে আর সামলাতে পারিনি। ফ্লোরের ওপর মুখ থুবড়ে পড়ি। ভাগ্যের জোরে বেঁচে গেছি। নইলে এখন আমাকে হাসপাতালে থাকতে হতো।’ মালেক আফসারী পরিচালিত ছবিটি মুক্তি পাবে রোজার ঈদে।