এ বি এন এ : নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৮ মাসের বকেয়া পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ। শিক্ষা মন্ত্রণালয় আজ এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করে। সরকারি এ আদেশের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ এপ্রিল মাসের বেতনের সাথে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসের বকেয়া পাবেন।
প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতনের সরকারি অংশ হিসেবে ৯৪০ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা এবং ৮ মাসের বকেয়া হিসেবে ২৬৬১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংকসমূহের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ টাকা উত্তোলন করতে পারবেন।