এ বি এন এ : ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার গাছতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, অটোরিকশাটি নেত্রকোনা থেকে ময়মনসিংহ আসছিল। অপরদিকে ট্রাকটি ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাচ্ছিল। ময়মনসিংহ সদরের গাছতলা নামক স্থানে পৌঁছালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জনসহ ৮ জন মারা গেছে। নিহতদের মধ্যে ৬ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন পূর্বধলার কাজল ফকির, তার স্ত্রী শিরিনা আক্তার, তাদের দুই পুত্র, চালক সাইদুল ও যাত্রী আরশাদুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে থানায় এনেছে। পুলিশ ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে। সংঘর্ষে অটোরিকশাটি দুমরে-মুচরে গেছে।