
এবিএনএ : ক্ষমতাগ্রহণের ১০০ দিন পূর্ণ হওয়ার পর দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বকে বেশ কঠিন বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তখন বলেছিলেন, ‘আমি যেমনটা ভেবেছিলাম, এ দায়িত্ব তার চেয়ে অনেক কঠিন। আমার আগের জীবনই বেশ ভালো ছিল। অনেক স্বাধীনতা ছিল। এখন সবসময় নিজেকে বন্দী মনে হয়। ‘
গতকাল বুধবার নিজের অবস্থান পাল্টালেন ট্রাম্প। তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব তুলনামূলক অনেক সহজ। প্রয়াত আব্রাহাম লিঙ্কন ছাড়া হোয়াইট হাউজে আর যারা এসেছে সবার চেয়ে আমিই সূচারুভাবে এ দায়িত্ব পালনে সক্ষম। ‘
নিন্দুকরা বলে থাকেন ট্রাম্পের আচরণ প্রেসিডেন্টসুলভ নন। মূলত তাদের খোঁচা দিয়েই এমন মন্তব্য করেন ট্রাম্প। তাছাড়া আব্রাহাম লিঙ্কনকেও বিশেষভাবে পছন্দ করেন আমেরিকার বর্তমান এ প্রেসিডেন্ট। গত মার্চেও লিঙ্কনকে আমেরিকার ‘মহান প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করেছিলেন। প্রেসিডেন্ট হওয়ারও বহু আগে ২০১৬ সালের এপ্রিলে ট্রাম্প বলেছিলেন, ‘নির্বাচনে জিতলে লিঙ্কন ছাড়া বাদ বাকি সব প্রেসিডেন্টের মধ্যে আমিই হব সেরা।
Share this content: