এ বি এন এ : এবার বড়সড় নৌমহড়ায় নামছে পাকিস্তান। আগামী বছরের ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি উত্তর আরব সাগরে একটি আন্তর্জাতিক নৌ মহড়ার আয়োজন করেছে পাকিস্তান। ‘আমান-১৭’ নামের এই মহড়ায় অংশ নিতে ইতিমধ্যে ইরান, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও তুরস্কসহ ৭১টি দেশের নৌবাহিনীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আমান সিরিজের ষষ্ঠ মহড়া। উর্দু শব্দ ‘আমান’-এর অর্থ ‘শান্তি’ এবং আমান মহড়ার স্লোগান হল ‘শান্তির জন্য সবাই’। আমান সিরিজের প্রথম মহড়া অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালের মার্চ মাসে। এই মহড়ার উদ্দেশ্য নৌ অভিজ্ঞতা বিনিময় ও আঞ্চলিক নিরাপত্তার উন্নয়ন ঘটানো। আমেরিকা ও কিছু পশ্চিমা যুদ্ধজাহাজ এরইমধ্যেই এই এলাকায় অবস্থান করছে। কাজেই তাদেরও এই মহড়ায় অংশ নেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ভারতের একটি মিডিয়া দাবি করেছে, ভারতকে ভয় দেখানোর জন্যই আয়োজন করা হচ্ছে এই বিশাল মহড়া।