শিক্ষা

৩৫তম বিসিএসে মনোনীত ঢাবি শিক্ষার্থীদের সংবর্ধনা

এ বি এন এ : ৩৫তম বিসিএসে চূড়ান্তভাবে মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের ৯০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়।
সাকসেস ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন ঢাবি উপাচার্য  ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ‘রাজা দেখে রাজা হোন’ এই প্রতিপাদ্য নিয়ে ১২০তম মোটিভেশনাল সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button