আমেরিকা

হিরোশিমার স্মৃতি ভুলবার নয়: ওবামা

এ বি এন এ : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার হিরোশিমা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বলেছেন, ‘৬ আগস্টের স্মৃতি কখনোই ভুলবার নয়।’ তবে ইতিহাসের নির্মমতম এই হত্যাযজ্ঞের জন্য ক্ষমা চাওয়া থেকে বিরত থাকেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের পারমানবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে হিরোশিমায় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
এরআগে ওবামা সেখানে পৌঁছালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে স্বাগত জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের কোন ক্ষমতাসীন প্রেসিডেন্টের এটিই প্রথম হিরোশিমা সফর।
সৃতিসৌধে ফুল দেয়ার পর পারমাণবিক বোমার আঘাতে বেঁচে যাওয়া দুই জনের সঙ্গে কথা বলেন ওবামা। এসময় তিনি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব বিনির্মাণের জন্য আহ্বান জানান।
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোসিমায় পারমাণবিক বোমার আঘাতে এক লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারান। এর তিন দিন পর নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা হামলায় মারা যায় আরো ৭৪ হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button