এ বি এন এ : রমজান মাসের চাঁদ দেখা দেওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার থেকে রোজা রাখা শুরু হয়েছে।
রোববার (০৫ জুন) সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে রোজা পালনের ঘোষণা দেয় দেশটির সুপ্রিমকোর্ট। সৌদি ছাড়াও বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিশর, ইরাকসহ আশপাশের দেশগুলোতে রোজা শুরু হয়েছে আজ থেকে।
বিশ্বের অন্যান্য মুসলমানদের সঙ্গে দীর্ঘ একমাস রোজা ও ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন দেশগুলোর মুসলিমরা।
উল্লেখ্য, সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। আজ (সোমবার) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে বাংলাদেশে।