এবিএনএ : মংলা বন্দরের হিরনপয়েন্টের অদূরে সুন্দরবন উপকূলে ১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেছে একটি কার্গো জাহাজ। উদ্ধার করা হয়েছে জাহাজের ১২ নাবিককে।
শুক্রবার সকাল ১০টায় তলা ফেটে ডুবে যায় ‘এমভি আইজগাতি’ নামের ওই কয়লাবাহী জাহাজটি। মাদার ভ্যাসেলের স্থানীয় শিপিং এজেন্ট এইচ টি বদিউল আলম জানান, ডুবে যাওয়া কয়লার মালিক ও আমদানীকারক যশোরের নওয়াপাড়া ট্রের্ডাস। আর ডুবে যাওয়া কার্গো জাহাজটির মালিক খুলনাস্থ নৌ পরিবহন মালিক সমিতির মেম্বার ফারুক কাজী। সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়া এলাকায় অবস্থানরত মাদার ভ্যাসেল ‘এমভি লেডীমেরি’ থেকে কয়লা বোঝাই করে ভোররাতে মংলার উদ্দেশে রওনা হয় কার্গো জাহাজ ‘এমভি আইজগাতি’।
ফেরার পথে ঘনকুয়াশা ও উত্তাল ঢেউয়ের কারণে দিক হারিয়ে ডুবে চরে আটকে যায় জাহাজটি। এ সময় কয়লাবাহী কার্গো জাহাজের তলা ফেটে ডুবে যায়। এ সময় কার্গো জাহাজটিতে থাকা ১২ নাবিককে অপর একটি জাহাজ এসে উদ্ধার করে। পরে তাদের মংলা নামিয়ে দেয়া হয়। তবে আরো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলের উদ্দেশ্যে মংলা কোস্টগার্ডের একটি দল রওয়ানা হয়েছে বলে জানা গেছে।
মংলা কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. রাহাতুজ্জামান জানান, কোস্টগার্ডের দুটি দল শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ঘটনাস্থল মংলা বন্দর থেকে প্রায় ১শ’ কিলোমিটার দূরে। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই। যে কারনে কোস্টগার্ডের অপারেশন দল ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়। কার্গোটিতে সঠিক কতজন নাবিক ছিল কিংবা কেউ নিখোঁজ আছে কিনা তাও তিনি নিশ্চিত করতে পারেননি।
মংলা বন্দরের হারবার বিভাগ জানায়, বন্দরের মূল চ্যানেল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জাহাজটি ডুবে আছে। তাই মংলা সমুদ্র বন্দরে পণ্যবাহী বানিজ্যিক জাহাজ আগমন ও নির্গমনে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।