জাতীয়বাংলাদেশলিড নিউজ

সায়েদাবাদ টার্মিনাল পরিদর্শনে আইজিপি

এ বি এন এ : ঈদে ঘরমুখো যাত্রীদের খোঁজ-খবর নিতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ শনিবার দুপুর ১২টার দিকে সায়েদাবাদের জনপথ মোড়ে নামেন তিনি। এরপর আশপাশের বেশ কয়েকটি বাসের কাউন্টারে প্রবেশ করেন তিনি। টিকিট কাউন্টারে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন আইজিপি। যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সে বিষয়ে তাদের সতর্ক করেন তিনি। এরপর জনপথ মোড়ে কুমিল্লার উদ্দেশে ছেড়ে যাওয়া প্রিন্স পরিবহনের একটি বাসে ওঠেন শহীদুল হক। এ বাসের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। আইজিপিকে পেয়ে যাত্রীরা অভিযোগ করেন, বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বাস ছেড়ে যাচ্ছে না বলেও অভিযোগ করেন একাধিক যাত্রী। ওই এলাকায় ১০ মিনিট পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কোনো কথা না বলে চলে যান আইজিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button