এবিএনএ : তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিনামূল্যে শিক্ষার্থীদের ওয়াইফাই ব্যবহারের সুযোগ দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ সুবিধা দেওয়া হবে।
শনিবার সকালে নাটোরের এনএন সরকারি কলেজে ফ্রি ওয়াইফাই সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে। আর এর জন্য শিক্ষার্থীদের ইন্টারনেটে প্রবেশাধিকার জরুরি। এর ধারাবাহিকতায় এনএন সরকারি কলেজে ফ্রি ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে। প্রযুক্তিসেবা সরবরাহকারী প্রতিষ্ঠান উই ওয়াইফাই এর সহায়তায় এই কলেজের ১০ হাজার শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
এন এস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, উপাধ্যক্ষ নুরকুতুব উল আলম, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি এস এম শাহাদাত রাজীব প্রমুখ।